Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

সাম্যবাদী- কাজী নজরুল ইসলাম | Sammobadi- Kazi Nazrul Islam | Shamsuzzoha | Bangla Kobita Abritti

Follow
Kobita Concert

বাংলা কবিতা আবৃত্তি
Bengali Poetry: Shammobadi (Samyabadi)
Author: Kazi Nazrul Islam
Artist: Shamsuzzoha
© Kobita Concert Series

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তীতে কবিতা কনসার্টের নিবেদন
কবিতা: সাম্যবাদী
কবি: কাজী নজরুল ইসলাম
আবৃত্তি: শামসউজজোহা
© কবিতা কনসার্ট সিরিজ

সাম্যবাদী
কাজী নজরুল ইসলাম

গাহি সাম্যের গান
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধাব্যবধান
যেখানে মিশছে হিন্দুবৌদ্ধমুস্‌লিমক্রীশ্চান।
গাহি সাম্যের গান!
কে তুমি? পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো?
কন্‌ফুসিয়াস্‌? চার্বাক চেলা? ব’লে যাও, বলো আরো!
বন্ধু, যাখুশি হও,
পেটে পিঠে কাঁধে মগজে যাখুশি পুঁথি ও কেতাব বও,
কোরানপুরাণবেদবেদান্তবাইবেলত্রিপিটক
জেন্দাবেস্তাগ্রন্থসাহেব প’ড়ে যাও, যত শখ
কিন্তু, কেন এ পন্ডশ্রম, মগজে হানিছ শূল?
দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল!
তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,
সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ!
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃদয় বিশ্বদেউল সকল দেবতার।
কেন খুঁজে ফের’ দেবতা ঠাকুর মৃত পুঁথিকঙ্কালে?
হাসিছেন তিনি অমৃতহিয়ার নিভৃত অন্তরালে!

বন্ধু, বলিনি ঝুট,
এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট।
এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন,
বুদ্ধগয়া এ, জেরুজালেম্‌ এ, মদিনা, কাবাভবন,
মস্‌জিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,
এইখানে ব’সে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
এই রণভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহাগীতা,
এই মাঠে হ’ল মেষের রাখাল নবীরা খোদার মিতা।
এই হৃদয়ের ধ্যানগুহামাঝে বসিয়া শাক্যমুনি
ত্যজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি।
এই কন্দরে আরবদুলাল শুনিতেন আহবান,
এইখানে বসি’ গাহিলেন তিনি কোরানের সামগান!

মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দিরকাবা নাই। #kobita #poetry #recitation

posted by rhodieqd