Sub4Sub network gives free YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

স্কেলিং নিয়ে যত ভুল ধারণা! দাঁত স্কেলিং কিভাবে করে?দাঁত ফাকা ও পাতলা হয়?Scaling u0026 Polishing harmful?

Follow
Dr. Md. Ehtesham Khaled

দাঁতের প্লাক বা ক্যালকুলাস বা পাথর দূর করার জন্য স্কেলিং করা হয়। অন্য কথায় বলতে গেলে দাঁত পরিষ্কার করতে স্কেলিং করার প্রয়োজন পড়ে।
অনেকে ভাবেন, স্কেলিং করলে দাঁত আলগা হয়ে যায় বা দাঁতের ক্ষতি হয়।

প্রশ্ন : স্কেলিং করার পর কি দাঁত আলগা হয়ে যায়?

উত্তর : আসলে বেশির ভাগ রোগীই আসে দাঁতে প্রচুর পরিমাণ পাথর জমার পড়ে। যখন তার কোনো সমস্যা হয়, তখন আসে। দেখা যায়, প্রাথমিক অবস্থায় কেউ আসে না। স্কেলিং করার পর সেই পাথরগুলো আমরা পরিষ্কার করে দেই। দাঁতের সঙ্গে মাড়ির যে সংযোগ সেখানে পাথর জমে। তখন দেখা যায়, রোগীও বুঝতে পারে। স্কেলিং করার পর দেখা যায়, মুখ ফ্রেশ হয়ে যায়। তখন রোগীদের কাছে মনে হয়, আগে ভারী ভারী লাগত, এখন হালকা লাগছে দাঁতগুলো। এজন্য সে হয়তো ভাবে এটি তো আর আগের অবস্থানে নেই। হয়তো বা কয়দিন পরে দাঁত নড়ে যাবে। দেখা যায়, মাড়িটা আগের অবস্থানে চলে আসবে। তবে এগুলো সঠিক নয়।

স্কেলিং দাঁতের এক বিশেষ পরিষ্কার পদ্ধতি যা আপনার দাঁতের গোঁড়ায় জমে থাকা প্লাক ক্যালকুলাস(দাঁতের চারপাশে জমা পাথর) এক বিশেষ যন্ত্রের মাধ্যমে দূর করে। দীর্ঘদিন এরকম জমে থাকা প্লাক ক্যালকুলাস যদি দূর করা না যায় তবে তা দাঁতে সংক্রমণের সৃষ্টি করে ফলে মাড়ি নরম হয়ে যায় যার পরিণতিতে জিনজিভাইটিস পেরিওডনটাইটিস রোগ দেখা দেয় এমনকি দাঁত পড়েও যেতে পারে।
কিন্তু আমাদের মাঝে অনেকেরই ধারণা রয়েছে যে দাঁতের স্কেলিং করলে দাঁতের বিভিন্ন ধরনের ক্ষতি যেমন দাঁত ফাঁক হয়ে যাওয়া, দাঁত নড়ে যাওয়া বা দাঁত পাতলা হয়ে যায়। এই ধরনের ভাবনাগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।
দেখা যায় যে একজন রোগীর দাঁতে যখন প্রচুর পরিমাণে পাথর থাকে এবং মাড়ি লাল বর্ণ ধারণ করে তখন আমরা এ অবস্থাকে জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ বলে থাকি। কিন্তু কখনও কখনও রোগীর দাঁতে এমন পাথর থাকে যা দেখে মনে হয় পাথর এবং ময়লা দিয়ে যেন দাঁতের উপর আবরণ তৈরি করা হয়েছে। এ অবস্থাকে অডোনটোলিথিয়াসিসও বলা হয়। এ অবস্থা চলতে থাকলে রোগীর উপরের মাড়ি উপরের দিকে আর নিচের মাড়ি নিচের দিকে সরে যেতে থাকে যাকে গাম রিশেষন বলা হয়। এ অবস্থায় অনেক সময় রোগীর দাঁতের গোড়া পর্যন্ত বের হয়ে যায়।
পেরিওডন্টাল লিগামেন্টে প্রদাহ হয়ে ধীরে ধীরে দাঁত নড়তে শুরু করে। দীর্ঘদিন প্রচুর পরিমাণে পাথর থাকার কারণে একজন রোগী অনেক সময় ভুলেই যায় তার দাঁত স্বাভাবিক অবস্থায় কেমন ছিল। দাঁতের স্বাভাবিক অবস্থায় যে ইন্টারডেন্টাল স্পেস থাকে তাও রোগী অনেক সময় বুঝতে চায় না। সে কারণে স্কেলিং করার পর যখন পাথর অপসারিত হয় তখন রোগীদের মাঝে কেউ কেউ হয়তো বলে থাকেন স্কেলিং করার পর তার দাঁত ফাঁক হয়ে গেছে। এভাবেই দাঁতের ফাঁক হয়ে যাওয়া সন্দেহটি অনেকের প্রশ্ন হয়ে দেখা দেয়।
দ্বিতীয়ত মাড়ি রোগে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ না করলে দাঁত নড়ে যেতে পারে। কিন্তু প্রচুর পাথর থাকার কারণে বিশেষ করে নিচের সামনের দাঁত একটির সঙ্গে আরেকটি পাথর দিয়ে লাগানো থাকে। যদি এভাবেই চলতে থাকে তবে একসময় সব দাঁতই পড়ে যায়। কিন্তু এ ধরনের রোগীর দাঁত স্কেলিং করার পর দাঁত যে নড়ছে তা রোগীর কাছে স্পষ্টভাবে ধরা পড়ে বিধায় রোগীদের কেউ বলে থাকেন যে দাঁত স্কেলিং করার পর দাঁত নড়ে গেছে। অথচ বিষয়টি নিয়ে সবাই সচেতন হলে এ সমস্যা থাকবে না। এ ধরনের ক্ষেত্রে স্কেলিং করার পর প্রয়োজনে ফ্ল্যাপ সার্জারির প্রয়োজন হতে পারে। তাছাড়া স্কেলিং করার পর বিশেষ পদ্ধতিতে দাঁতগুলো এস, এস অয়ার দিয়ে নির্দিষ্ট সময়ে বেঁধে রাখার প্রয়োজন হতে পারে।
তৃতীয় সন্দেহ যা রোগীর মনে দানা বাধে সেটি হলো স্কেলিং করার পর দাঁত পাতলা হয়ে যায় অর্থাৎ দাঁতের স্বাভাবিক পুরুত্ব কমে যায়। আসলে স্কেলিং করার পর পাথর যখন অপসারিত হয় তখন সব রোগীই মুখে সজীবতা অনুভব করেন আবার পাথর থাকার কারণে মুখে যে ভারি ভারি ভাব বিদ্যমান থাকে তা চলে গিয়ে রোগী হালকা অনুভব করতে থাকেন। এই অনুভূতিকেই রোগী ভিন্ন ভাষায় বলে যে তাঁর দাঁত পাতলা হয়ে গেছে। অথচ দাঁত পাতলা করতে হলে দাঁত কাটতে হবে। কিন্তু স্কেলিং করার সময় তো আর দাঁত কাটা হয় না। তাই এ ধরনের ধারণা অমূলক।
সুতরাং সার্বিকভাবে বলা যায় স্কেলিং করলে দাঁতের কোনো ক্ষতি হয় না বরং স্কেলিং করা দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো। দাঁতের ডাক্তাররা প্রতি ৬ মাস পরপর দাঁতের স্কেলিং করার পরামর্শ দিয়ে থাকেন। তাই দাঁতের রোগ প্রতিরোধে দাঁতের স্কেলিংয়ে সবার সচেতন হওয়া জরুরী।

WHAT IS A SCALING AND POLISHING?
Gum disease is often caused by a build up of plaque bacteria, the best way to remove this is by twice daily tooth brushing. But no matter how well you clean your teeth there will always be hard to reach areas that are tricky to keep clean. In these areas, plaque bacteria can accumulate and may eventually mineralise to form a tough, crusty deposit called calculus or tartar, which is impossible to remove by brushing alone. If not removed, more plaque can build up around the tooth and potentially under the gum line, leading to the progression of gum disease.

To reduce the risk of gum disease or to help stop it from becoming more serious, your dentist may recommend that you have a professional clean, called a scale and polish, to get your teeth properly clean.

WHAT TO EXPECT AT A SCALE AND POLISH?
A scale and polish can be done by your dentist or hygienist.

The first ‘scrape’ stage removes the deposits of plaque and tartar. Often an ultrasound scraper is used first to get rid of the bulk of the tartar, followed by specialized hand held instruments to scrape away any stubborn remains.

posted by comitevagauabj6