Get real, active and permanent YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

শিক্ষকের সামনে ছাত্রের আদব/আচরন কেমন হবে? Shikkhoker Samne Chatrer Adob

Follow
Holy Talk

শিক্ষকের সামনে আদব

১. ভদ্রভাবে বইয়ের পাতা উল্টাতে হবে

২. তর্ক করা যাবে না

৩. তার কথাকে ছাপিয়ে নিজে কথা বলা উচিত না

৪. শিক্ষকের সামনে সামনে হাঁটা অনুচিত

৫. তার সামনে বেশি কথা বলা থেকে বিরত থাকতে হবে

৬. শিক্ষক কথা বলার সময় তাকে বারবার থামানো যাবে না, কথা শেষে প্রশ্ন করতে হবে।

৭. অতিরিক্ত প্রশ্ন করা উচিত না, এতে নিজের ভেতর বিভ্রান্তি তৈরি হতে পারে, শিক্ষকও বিরক্ত হতে পারেন।

৮. তাকে সামনাসামনি নাম ধরে ডাকা যাবে না (যেমন, ‘ক উস্তাজ’) । শুধু উস্তাজ/ উস্তাজা/ শায়খ বলতে হবে। আল্লাহ (সুবহানাহু তা’আলা) কুরআনে যেমনটা শিখিয়েছেন,”তোমরা পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে সেভাবে ডেকো না…।” (২৪:৬৩) রাসূলুল্লাহ (সা.) উম্মাতের জন্য ছিলেন শিক্ষক স্বরুপ।

৯. শিক্ষককে দূর থেকে জোরে ডাক দেয়া যাবে না। কাছে এসে সম্মানের সাথে কথা বলতে হবে।

১০. যদি শিক্ষকের কোনো দোষ/ভুল ধরা পড়ে তবে তাকে যেন ছাত্র অশ্রদ্ধা শুরু না করে, ছোট না মনে করে। এর ফলে সে শিক্ষা থেকে বঞ্চিত হবে। প্রতিটা মানুষই ভুল করবেএটাই স্বাভাবিক।

১১. অন্য শিক্ষকের কাছে পড়তে চাইলে বর্তমান শিক্ষকের পরামর্শ নিতে হবে, যেন কোনোভাবেই তার সম্মানহানি না হয়।

posted by lamboratoryrr