A little secret to rock your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

শিমুল বাগান সুনামগঞ্জ | Shimul Bagan Sunamganj | বাংলাদেশের সবচেয়ে বড় || ভ্রমণ গাইড

Follow
Vromon Guide

শিমুল বাগান (Shimul Bagan) তাহিরপুর সুনামগঞ্জ ভ্রমণ গাইড

ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এইপাশে হাজার হাজার শিমুল গাছের বাগান। বর্ষায় সারিবদ্ধ শিমুল বাগানে সবুজ পাতার সুনিবিড় ছায়া আর বসন্তে ডালে ডালে ফুটে থাকা লাল ফুল আন্দোলিত করে দর্শনার্থীদের মন। ভিন্ন রকম এক শিমুল বাগান নিয়ে ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে সেই বাগান ভ্রমণের আদ্যোপান্ত।

◼ শিমুল বাগান কোথায় অবস্থিত || Shimul Bagan Location
শিমুল বাগান সুনামগঞ্জ (Shimul Bagan Sunamganj) জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত। প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় ৩ হাজার শিমুল গাছ। ২০০৩ সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন এই বাগান শুরু করেন। তাঁর নাম অনুসারেই এই জায়গার নাম জয়নাল আবেদীন শিমুল বাগান (Joynal Abedin Shimul Bagan)।

◼ আশেপাশের দর্শনীয় স্থান || Tourist Attractions
শিমুল বাগানের কাছেই জাদুকাটা নদী (Jadukata) ও বারেক টিলা (Barik Tila)। বারিক টিলা থেকে মেঘালয়ের পাহাড় ও জাদুকাটার অপূর্ব রূপ আপনাকে প্রফুল্ল করবে। প্রায় ৫কিলোমিটার দূরেই পাহাড় ঘেরা নীল জলরাশির শহীদ সিরাজ লেক (Siraj Lake) যা নীলাদ্রি লেক (Niladri Lake) নামেও পরিচিত। আর বর্ষায় গেলে টাঙ্গুয়ার হাওর (Tangua Haor) হয়েই সব জায়গা ঘুরে দেখা যাবে।

◼ শিমুল বাগান যাওয়ার উপযুক্ত সময়
বছরের যে কোন সময়েই শিমুল বাগানে যেতে পারেন। তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসে শুরুর দিকে যেতে হবে। আর বর্ষায় গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগানের দেখা পাবেন। তখন টাঙ্গুয়ার হাওর পানিতে পরিপূর্ণ থাকে। তখন শিমুল বাগানে গেলে টাঙ্গুয়ার হাওর ও ঘুরে দেখতে পারবেন নৌকায় চড়ে।

◼ কিভাবে যাবেন || Dhaka to Sunamganj
শিমুল বাগান যেতে চাইলে প্রথমে সুনামগঞ্জ জেলা সদরে আসতে হবে। ঢাকা থেকে ননএসি বাসে ভাড়া লাগবে ৬৫০ থেকে ৭৫০ টাকা। বাসে সুনামগঞ্জ যেতে সময় লাগবে প্রায় ৬ ঘণ্টা।

◼ সুনামগঞ্জ থেকে শিমুল বাগান || Sunamganj To Shimul Bagan
শুকনো সময়ে সুনামগঞ্জ থেকে লাউড়েরগড় হয়ে অথবা তাহিরপুর হয়ে শিমুল বাগান যাওয়া যায়। যেভাবেই যেতে যান সময় লাগবে প্রায় ২ঘন্টা।

সারাদিনের জন্যে গাড়ি রিসার্ভ করলে শিমুল বাগান সহ আশেপাশের অন্যান্য জায়গাও ঘুরে দেখা যাবে। মোটরসাইকেলে ২জন যেতে পারবেন, সারাদিনের জন্যে ভাড়া লাগবে ১০০০১৫০০ টাকা এবং সিএনজিতে ১৭০০২২০০ টাকা। খরচ কমাতে চাইলে সুনামগঞ্জ থেকে বাইকে বা সিএনজিতে লাউড়েরগড় পর্যন্ত গিয়ে নৌকায় নদী পার হয়ে যেতে পারবেন শিমুল বাগান। আর বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর দেখার পাশাপাশি শিমুল বাগান সহ বাকি সব জায়গা নৌকা নিয়েই ঘুরে দেখা যায়।

◼ প্রবেশ টিকেট
শিমুল বাগানে প্রবেশ করতে জনপ্রতি ৩০ টাকা দিয়ে টিকেট করতে হবে।

◼ কোথায় খাবেন
শিমুল বাগানকে ঘিরেই কিছু অস্থায়ী খাবার দোকান আছে, প্রয়োজনে সেখানে খেতে পারবেন।

◼ কোথায় থাকবেন
শিমুল বাগানের কাছাকাছি তেমন ভালো থাকার হোটেল নেই। যদি থাকতেই তবে টেকেরঘাট নীলাদ্রী লেকের কাছে বড়ছড়া বাজারের হোটেল খন্দকার, হোটেল নিলাদ্রি, মেঘালয়া গেস্ট হাউজে অথবা বাদাঘাট বাজারের আল মদিনা হোটেল বেঁছে নিতে পারেন।

◼ ভ্রমণ খরচ
বাস ভাড়া + সারাদিনের জন্যে গাড়ি ভাড়া এবং খাওয়া দাওয়ার খরচ যোগ করে শিমুল বাগান ভ্রমণের আনুমানিক খরচ হিসেব করে নিন।

▬ ▬ ▬ ▬ ▬ ▬
CONTACT US
Email: [email protected]
Facebook: https://www.fb.com/vromonguidebd'>https://www.fb.com/vromonguidebd
▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬

শিমুল বাগান ভ্রমণ নিয়ে যদি আরও কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন ফেসবুকে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।

➡ Youtube:    / vromonguide  
➡ FB: https://www.fb.com/vromonguidebd'>https://www.fb.com/vromonguidebd
➡ Insta:   / vromonguide  
➡ Website: https://VromonGuide.com
➡ Mobile App: https://bit.ly/vromonapp
▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬

Don't Go by tubebackr & Scandinavianz
  / tubebackr  
  / scandinavianz  
Creative Commons — AttributionNoDerivs 3.0 Unported — CC BYND 3.0
Free Download / Stream: https://bit.ly/3H8VFnI
Music promoted by Audio Library    • Don't Go – tubebackr & Scandinavianz ...  

posted by pentungan6y