Sub4Sub network gives free YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

সিরাজি কবুতর পালন পদ্ধতি | সিরাজি কবুতরের দাম কত | Shiraji pigeon Rearing Shiraji pigeon price in bd

Follow
grow life

সিরাজি কবুতর পালন পদ্ধতি | সিরাজি কবুতরের দাম কত | Shiraji pigeon Rearing Shiraji pigeon price in bd
কবুতর প্রেমীদের কাছে সিরাজি খুবই পরিচিত একটি জনপ্রিয় কবুতর। এই কবুতরটি পালনের সবচেয়ে বড় সুবিধা হল এটা আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলে বহু যুগ যাবৎ পালন হয়ে আসছে যার জন্য কবুতরটি সহজে কোন রোগ বালাই এ আক্রান্ত হয় না। তাই যারা কবুতর পালনে একেবারেই অনভিজ্ঞ আর কিছুই জানেন না তারাও খুব সহজে এই কবুতরটি পালতে পারেন এবং ডিম বাচ্চা উৎপাদন করতে পারেন। গ্ৰো লাইফ এর আজকের এপিসোড এ থাকছে সিরাজি কবুতর পালন পদ্ধতি, এদের ডিম বাচ্চা উৎপাদন পদ্ধতি খাবারদাবার বাসস্থান সহ সব কিছুর বিস্তারিত। সাথে জানবেন সিরাজি কবুতরের দাম কত এদের কোথায় কিনতে পাওয়া যায় আর কবুতরটি নতুন করে পালা শুরু করলে এক জোড়া কবুতর এর পেছনে খাঁচার দাম ও আনুষঙ্গিক খরচ বাবদ কত টাকা খরচ হবে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে এই কবুতর নিয়ে বিস্তারিত জানার পাশাপাশি কবুতরটির মনমাতানো ভিডিও উপভোগ করুন।
এবার আসুন জেনে নেই সিরাজি কবুতর পালন পদ্ধতি এতে ডিম বাচ্চা উৎপাদন পদ্ধতি মানে ব্রিডিং সম্পর্কে বিস্তারিত।
সিরাজি কবুতর পালন করতে হলে আপনি এদেরকে দুইভাবে পালতে পারেন। প্রথম পদ্ধতিতে হল খাচায় পালন করা। সিরাজি যেহেতু খুব ভালো উঠতে পারেনা তাই অধিকাংশ মানুষই এদের খাচায় পালন করে। সিরাজি কবুতরের জন্য সঠিক আকৃতির খাঁচার মাপ হচ্ছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই 20 ইঞ্চি । মানে খাচাটার দৈর্গ হবে 24 ইঞ্চি প্রস্থ হবে 24 ইঞ্চি এবং উচ্চতা হবে 20 ইঞ্চি। এরকম সাইজের একটা খাচায় আপনি এক জোড়া সিরাজি কবুতর রাখতে পারবেন। এরকম সাইজের একেকটি খাচা বাজারে 300 থেকে 400 টাকার মধ্যে কিনতে পারবেন। খাঁচায় পালন করলে খাঁচার মধ্যে পানির পাত্র খাবারের পাত্র এবং গ্রিড এর পাত্র দিতে হবে। তাছাড়া প্রজননের জন্য একটি করে মাটির মটকা দিতে হবে যার মধ্যে কবুতরগুলো বসে ডিম পাড়তে পারে। তাছাড়া 2/4 দিন পর পর এদের খাঁচা পরিষ্কার করে দিতে হবে। প্রতিদিন কমপক্ষে একবার করে খাঁচায় পানি পরিবর্তন করে দিতে হবে। সব সময় খাচায় পালন করলেও মাঝে মাঝে কবুতরগুলোকে ছেড়ে দিয়ে উঠতে দিতে হবে। মাঝে মাঝে শরীর সুস্থ রাখার জন্য এদের বাইরে হাঁটাচলা করার সুযোগ দিতে হবে। আপনি যদি এই নিয়মগুলো মেনে সিরাজি কবুতর পালন করেন তবে আপনার কবুতরগুলো সুস্থসবল থাকবে। সাধারণত সিরাজি কবুতরের গড় আয়ু 10 থেকে 15 বছর। তবে এতদিন বেঁচে থাকতে হলে অবশ্যই ওদের প্রয়োজন সঠিক খাঁচা সঠিক মানের খাবার দাবার।

এবারে আসুন জেনে নেই সিরাজি কবুতরের খাবার কি।

সিরাজি কবুতরের খাবার
সিরাজি কবুতরের খাবার তালিকা অন্যান্য কবুতরের মতই। তবে এই কবুতরটি স্বাভাবিকের থেকে একটু বেশি পরিমাণে খাবার খায় । এক একটি প্রাপ্তবয়স্ক সিরাজি এক দিনে 50 থেকে 80 গ্রাম খাবার খায়। সে ক্ষেত্রে আপনি যদি একজোড়া কবুতর পালন করেন তবে মাসে দুই থেকে তিন কেজি পরিমাণ সিডমিক্স এর প্রয়োজন হতে পারে।
লাহোরি কবুতরের খাবার হিসেবে গম মটর খেশারী ভুট্টা সরিষা এবং ধান এইসব ব্যবহার করা হয়। আসলে একেকটা দেশে একেক রকমের শস্যবীজ বেশি পাওয়া যায় আর সেইসব উৎপাদিত শস্যের উপর নির্ভর করেই বিভিন্ন দেশে বিভিন্ন খাবার কবুতরকে খাওয়ানো হয় তবে বাংলাদেশ ও ভারতে খাবারগুলোই সবচাইতে বেশি ব্যবহার করা হয়ে থাকে।

গম 40
ভুট্রা 15
মটর ডাব্রি 15
চিনা 2
বাজরাসাদা 5
বাজরালাল 5
কলই 8
কুসুম বীজ 2
কালি মটর 2
সরিষা 1

তাছাড়া কবুতরকে খাবার পানির পাশাপাশি গ্রিট দিয়ে রাখতে হবে। কারণ সব ধরনের কবুতরই অধিকাংশ খাদ্যশস্য খোসাসহ খেয়ে ফেলে। আর এই সমস্ত খাদ্যশস্য কে হজম করার জন্য কবুতর প্রাকৃতিক ভাবে পোড়ামাটি ইটের গুড়া খেয়ে থাকে। আপনি যখন খাচায় পালন করছেন তখনও এদেরকে গ্রিট দিতে হবে। যাতে করে কবুতরগুলো খুব সহজে ঐ সমস্ত খোসাসহ খাবারগুলোকে হজম করতে পারে।

সিরাজি কবুতরের প্রজনন বা ব্রিডিং

সিরাজি কবুতর সাত থেকে আট মাস বয়সে অ্যাডাল্ট হয়। এরপর থেকে এরা ডিম বাচ্চা উৎপাদন করতে শুরু করে। প্রতিজোড়া কবুতর বছরে প্রায় ছয়বার বাচ্চা উৎপাদন করে। তবে ব্রিডার যদি অনেক অভিজ্ঞ হয় সে ক্ষেত্রে আরও বেশি সংখ্যকবার বাচ্চা উৎপাদন করা সম্ভব। লাহোরি কবুতর ডিম বাচ্চা উৎপাদনে বেশি এক্সপার্ট ‌ ‌ । এরা খুব সুন্দর ভাবে এদের বাচ্চাদের যত্ন ও পরিচর্যা করে। বাচ্চা বড় হওয়া পর্যন্ত বাবা ও মা কবুতর গুলোই বাচ্চাদের মুখে তুলে খাইয়ে থাকে।


এবার আসুন জেনে নেই সিরাজি কবুতরের দাম কত।
আপনি যদি সাধারন মানের এক জোড়া সিরাজি কবুতর কিনতে চান তবে দাম পড়বে 4000 থেকে 7000 টাকার মধ্যে।
এদের দামটা এদের কালার এবং বডি শেপ এর উপর নির্ভর করে। সিলভার কালারের সিরাজি কবুতর পালন একটু রেয়ার হওয়ার কারণে প্রতিজোড়া 10000 থেকে 15000 টাকায় বেচা কেনা হয়। আরো ভালো কোয়ালিটির সিরাজি কবুতর প্রতিজোড়া সর্বোচ্চ 30 হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে।
তবে আপনি যদি সাধারন সিরাজি কবুতরগুলো কিনেন তবে 4 থেকে 5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন । আপনার কাছে যদি বাজেট কম থাকে সে ক্ষেত্রে আপনি সিরাজি কবুতরের বাচ্চা কিনতে পারেন। বাচ্চা বয়স থেকে পারলে এটা পোষা পাখির মত আপনার হাতে বসে থাকবে। এবং ছাড়া অবস্থায় এর আপনাকে খুব ভালো সঙ্গ দেবে। বাচ্চা সিরাজি কবুতর গুলো 2500 থেকে 4000 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন

posted by puzle47