Secret weapon how to promote your YouTube channel
Get Free YouTube Subscribers, Views and Likes

Shiva Shiva Mahashiva। শিব শিব মহাশিব শিব রামকৃষ্ণ নাম। Devotional song

Follow
Joy Thakur

#srikantaacharya #sreeramakrishnapremabihar #devotionalsong #ramakrishnasongs _____________________________________________________
Singer: Srikanta Acharya
Lyrics and Composed By: Srimat Swami Sambuddhananda
(Acharya, Sree Ramakrishna Prema Bihar)
_____________________________________________________

© Sree Ramakrishna Prema Bihar. All Rights Reserved. Usage of this video and/or audio in any form without channel’s permission is illegal. Please contact via mail if you wish to use this.

গানটির কথা

শিব, শিব, মহাশিব, শিব রামকৃষ্ণ নাম,
ব্রহ্মা, বিষ্ণু, সর্বদেব রামকৃষ্ণ দীপ্তনাম৷
কার্তিকেয়, গণপতি, বিশ্বকর্মা, বিশ্বমান,
যুগদেব রামকৃষ্ণ, রামকৃষ্ণ ব্রহ্মনাম৷৷১

ধর্মকর্ম, লক্ষ্মী, যোগী, মহাদেবী, মহেশ্বর,
মোক্ষ, ক্ষেম, সর্বদেবদেবী শ্রীযোগীশ্বর৷
দুর্গা, শিবা, সত্য, শ্রেষ্ঠ, শ্রেয়শ্রেয়াধীশ্বর,
জ্ঞানীস্থূল, মহাশূন্য রামকৃষ্ণ বোধীশ্বর৷৷২

কালাকাল, মহাকাল, কালী, শ্যামা, নিত্যকাল,
সত্যাসত্য, পরমসত্য, দেব শ্রীমহেষ্বাস৷
শঙ্খচক্রগদাপদ্মধারী শ্রীনারায়ণ,
আদিদেব রামকৃষ্ণ সর্বদেবাধীশ্বর৷৷৩

বিশ্বপতি, লক্ষ্মীপতি, প্রজাপতি, মানেশ্বর,
শীতলা, বিমলা, স্নিগ্দা, সারদা শ্রীধীশ্বর৷
সর্বদেবদেবীরূপ, সর্বসিদ্ধিপরায়ণ,
রামকৃষ্ণ পরব্রহ্ম, নিত্যানিত্য সোমেশ্বর৷৷৪

রূপারূপ, সীমাসীম, লীলানিত্য, সুরেশ্বর,
অর্থানর্থ, মহাদেব, সত্যদেব, ভূতেশ্বর৷
নিদ্রা, লজ্জা, শ্রদ্ধা, স্তুতি, যজ্ঞ, কর্ম, বিদ্যা, মান,
নিত্যসত্য রামকৃষ্ণ একমেবাদ্বিতীয়ম্৷৷৫

অবতারশ্রেষ্ঠ যোগী, নিত্য যোগসংস্থিত,
সর্বমোহমুক্ত, শুদ্ধ, সত্য, প্রেম, ধীস্থিত৷
তর্কযুক্তিঊধর্বমুক্ত, বুদ্ধ, জিতইন্দ্রিয়,
কামিনীকাঞ্চনজিত, নির্বিকার মহেশ্বর৷৷৬

পতিতপাবন দেব, সারদা শ্রীপ্রাণনাথ,
জগতপিতা শ্রীমান, অধমে অভয়স্থান৷
রক্ষা, দীক্ষা, সর্বদাতা, সর্বজীব অভিপ্রেত,
নির্বিকল্পে চিত্তস্থিত ব্রহ্মলোকাধীশ্বর৷৷৭

দরশনে নিত্যধ্যান, মননে মুক্তিলাভ,
স্মরণে জনমশুদ্ধ, নির্ভরে অমিয়লাভ৷
যুগলে অভিন্ন হৃদি রামকৃষ্ণসারদা,
প্রেমযোগে, মুক্তি, মোক্ষে ধন্য শ্রীবসুন্ধরা৷৷৮

posted by carelhkn