Get real, active and permanent YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

SSC/HSC পরীক্ষায় যেসব ভুলে উত্তরপত্র/OMR বাতিল হয়😢সাবধান!🚫

Follow
Chemistry(Tips & Tricks)

জেএসসি/এসএসসি/এইচএসসি পরীক্ষায় সামান্য কিছু ভুলের জন্য উত্তর পত্র বাতিল হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয় প্রতিবছর শত শত পরীক্ষার্থী এই ধরণের সমস্যায় পরীক্ষার হল থেকে কান্নাকাটি করে বাড়ি ফিরে। আজকের এই ভিডিওতে পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে উপস্থাপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ অর্থাৎ উত্তরপত্র ভরাট করা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড সহ সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হবে।আসন্ন SSC ও HSC Exam এর জন্য সঠিক নিয়মে সৃজনশীলের উত্তর পত্র ভরাটের নিয়ম এই ভিডিও তে দেখানো হয়েছে। উত্তরপত্র হাতে নিয়েই রোল নাম্বার থেকে শুরু করে রেজিস্ট্রেশন নাম্বার অন্যান্য উত্তর ভরাটের সময় কিছু ভুলত্রুটি করতে দেখা যায়। যেগুলোর জন্য অনেক খেসারত গুনতে হয় শিক্ষার্থীদের প্রতি বছর এরকম হয় পরীক্ষার হলে বসেই যখনই হাতে উত্তরপত্র আসে তখন সেগুলোতে বিষয় কোড, সেট কোড, বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, নিজের নাম লিখতে একেবারেই ভুল হয়নি এমন স্টুডেন্ট পাওয়া অসম্ভব।

➡SSC/HSC পরীক্ষায় যে যে ভুলে ছাত্রছাত্রীরা F গ্রেড পায় ⚔How to fill up OMR in SSC/HSC Exam
   • SSC/HSC পরীক্ষায় যে যে ভুলে ছাত্রছাত...  

#SSC_exam_22/23_preparation_with_chemcrack
#how_to_fill_up_omr_sheet_in_exam

➡SSC Special শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা দেখবে √সৃজনশীল প্রশ্ন লিখে১০/১০পাওয়ার টিপস
   • ‍♀SSC Special শুধুমাত্র বিজ্ঞান বি...  
➡SSC/HSC পপরীক্ষার্থীদের জন্য সৃজনশীল প্রশ্নের উত্তর সঠিক ভাবে উপস্থাপণের কৌশল 100% Effective
   • কঠিন নাকি সহজ? সৃজনশীল প্রশ্ন লিখে ১০...  
➡পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে উপস্থাপনের উপায়
   • SSC/HSC পরীক্ষায় যেসব ভুলে উত্তরপত্র/...  

posted by atrobiacrorcev5