15 YouTube views, likes subscribers in 10 minutes. Free!
Get Free YouTube Subscribers, Views and Likes

মাটির উপরে হয় যে পেঁয়াজ -নাসিক রেড এন-৫৩- গ্রীস্মকালীন পেঁয়াজ( Summer Onion)

Follow
Krishi Bioscope

লাল রঙ এর ঝাঁজ যুক্ত পেঁয়াজ যে পেঁয়াজ হচ্ছে গরমে। নাসিক রেড এন৫৩ জাতের অসাধারণ এই পেঁয়াজ চাষ করে ৩৩ শতকে ৮০ মণেরও বেশি ফলন পেয়েছেন চুয়াডাঙ্গা সদরের কৃষক জালাল উদ্দিন।
আমাদের দেশে যে ইন্ডিয়ান পেঁয়াজ বা সালাদের পেঁয়াজ যেগুলো ঝাঁজ কম থাকে সেগুলো থেকে এটা আলাদা।
আমদের দেশে পেঁয়াজ হয় শীতকালে এবং দেশে প্রায় ২.১৬ লাখ হেক্টর জমিতে প্রায় ২৩.৭৬ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয়। যার গড় ফলন ১১ টন/হেক্টর। উৎপাদন ও আমদানি বিবেচনায় এদেশের বাৎসরিক পেঁয়াজের চাহিদা প্রায় ৩৫ লাখ টন। এ ৩৫ লাখ টন চাহিদার বিপরীতে মোট দেশজ উৎপাদন ২৩২৪ লাখ টন হলেও সংগ্রহোত্তর ২৫৩০% অপচয়ের ফলে ব্যবহার উপযোগী উৎপাদন দাঁড়ায় ১৭১৮ লাখ টন। অর্থাৎ পেয়াজের ঘাটতি দাড়ায় প্রায় ১০১৫ লাখ টন। ইচ্ছে করলেই শীতকালীন পেয়াজের আবাদ বাড়ানো সম্ভব নয় কারন জমির স্বল্পতা এবং বোরো ধান, ভুট্টা ও অন্যান্য শীতকালীন সবজির চাষও গুরুত্বপূর্ণ।
তবে গ্রীস্মকালে যদি আমরা পেয়াজের আবাদ বাড়াতে পারি সেক্ষেত্রে দেশের পেয়াজের ঘাটতি যেমন পূরণ সম্ভব তেমনি কৃষকও হতে পারে আর্থিকভাবে লাভবান।
সরকারি প্রণোদনার আওতায় কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাধ্যমে সারাদেশেই ফ্রি বীজ ও আনুষঙ্গিক অন্যান্য সহযোগীতা দেয়া হচ্ছে।
সঠিক জাতের, সঠিক নিয়মে পেঁয়াজ আবাদ করতে চাইলে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন ।

posted by schilderke