Grow your YouTube channel like a PRO with a free tool
Get Free YouTube Subscribers, Views and Likes

পবার বড়গাছী গ্রামে তামলি রাজার ভূতুড়ে বাড়ী/TAMLE RAJAR BARE RAJSHAHI

Follow
FAIR SHAMIM

TAMLE RAJAR BARE RAJSHAHI

রাজশাহীর পবা উপজেলার বড়গাছী হাটস্থ অত্যাচারী সুদ ব্যাবসায়ী তামলি রাজার ইতিহাস

রাজা বাদশাদের আমলে যেমন দয়ালু দানশীল জমিদার ছিলেন। তেমনি অত্যাচারী জমিদারও ছিলেন। তেমনি আজ আপনাদের শুনুন এবং ভিওিতে দেখুন অত্যাচারী জালিম জমিদারের কালো ইতিহাস। সেই অত্যাচারী জালিম ছিলো পান ব্যবসায়ী এবং বড় সুদ কারবারী।

মোঘল আমলে ভারতের পশ্চিম বাংলা থেকে ব্যবসা করার জন্য রাজশাহীর এই স্থানে তিনি বসবাস করতেন। রাজশাহীর পান স্বুস্বাদু হওয়ায় তিনি পান কিনে ভারতের উত্তর প্রদেশ এবং বিহারে পাঠাতেন। এইভাবে ব্যবসা করতে করতে তারা এক সময় প্রচুর টাকার মালিক হয়ে যায়। তখন তিনি জমিদারী হিসেবে নিজের প্রচলন ঘটায়। তাকে তামলি রাজা হিসেবেই সকলে চিনতেন। টাকা মোহে অন্ধ হয়ে তামলি রাজা তখন নিরিহ সৎ স্থানীয় পান বব্যসাযী কৃষকদের চড়া সুদে টাকা ধার দিতেন। সময়মতো সেই টাকা দিতে না পারলে তাদের উপর চলতো অমানবিক নির্যাতন। অত্যাচার থেকে রেহায় পায়নি গর্ভবতী মহিলারাও। তার অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় দেয়ালে পিঠ ঠেকে যায় কৃষক ও স্থানীয়দের।

১৯০৯ সালের দিকে তাহেরপুরের রাজা শিব শিখোরেস স্থানীয় দলবল নিয়ে অত্যাচারী তামলি রাজার বাড়ীতে আক্রমন করেন। আক্রমনকালে কৌশলে তামলি রাজা পালিয়ে যান। ওই সময় তার বাড়ীর ভেতরে আগুন ধরিয়ে দেয়। ইতিহাস বলে পাপ বাপকেউ ছাড়েনি তারই প্রমান হিসেবে ভূতুড়ে অবস্থায় পড়ে রয়েছে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী হাট থেকে ১০০ গজ পূর্ব দিকে এই তামলি রাজার ঐতিহাসিক জমিদার বাড়ী। জমিদারের বাড়ী আছে কিন্ত অত্যাচারী জমিদার নাই। জমিদার বাড়ীটি এখন প্রায় ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে। আর কিছু দিন পরে হয়তো এই বাড়ীর চিহ্নও খুজে পাওয়া যাবে না। তবে ধারনা করা হচ্ছে হয়তো ৩০০ বছর পূর্বে এই অত্যাচারী জালিম ও বড় সদ ব্যবসায়ী তামলি রাজা বাড়িটি তৈরী করেছিলেন।

ইতিহাসের কালো অধ্যায়ের সাক্ষী হয়ে এখনও দাড়িয়ে আছে অত্যাচারী তামলি রাজার বাড়ির ধ্বংসাবশেষ। জানা গেছে ৩০০ বছরের পুরাতন স্থাপনা হওয়া সত্ত্বেও এটি প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত হয় নি। তবে এটি সংস্থার করলে রাজশাহী সহ সারা দেশের পরবর্তী প্রজন্ম থেকে সকলে অত্যাচারী জালিম ও বড় সদ ব্যবসায়ী তামলি রাজার কালো অধ্যায় সম্পর্কে জানতে পারবেন।

posted by ostaklimh0