A little secret to rock your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

দাঁতের ক্যাপ কোনটা ভালো || Teeth cap || Dr. Shatabdi Bhowmik || Bangla

Follow
Dr. Shatabdi Bhowmik

#DrShatabdibhowmik
#দাঁতেরক্যাপকোনটাভালো
Teeth cap price

দাঁতের রোগীদের কাছে "ক্যাপ"একটি পরিচিত শব্দ। আমাদের বা ডেন্টিস্টদের ভাষায় ক্যাপকে বলা হয় "ক্রাউন" । যা হল স্থায়ী দাঁতের যে অংশ আমরা মুখের ভিতরে দেখতে পারি তার
হারানো আকৃতির সম্পূর্ণ বা বেশীর ভাগ অংশের স্থায়ী পুনঃ প্রতিষ্ঠাকরণের পদ্ধতি। অন্যকথায়
ক্ষতিগ্রস্থ দাঁতের আকার ফিরিয়ে দেওয়ার উপায়।

ক্যাপ কেন করা হয়ঃ

১। ডেন্টাল ক্যারিজের কারনে বা
অন্য কোন কারনে দুর্বল হয়ে যাওয়া
দাঁত রক্ষা করার জন্য।

২। ভাঙ্গা বা ক্ষয় হয়ে যাওয়া
দাঁতের জন্য।

৩। বড় ফিলিং সহ দাঁতের
সুরক্ষার্থে।

৪। ডেন্টাল ব্রীজ তৈরী করার জন্য।
জন্মগত ভাবে ত্রুটিযুক্ত বা বিবর্ণ
[কালো / মরা] দাঁতের জন্য।

৬। ডেন্টাল ইমপ্ল্যান্টের উপরে দাঁত
বসানোর জন্য।

৭। ক্ষেত্র বিশেষে অসমান, উচুনিচু,
ফাকা দাঁত ঠিক করার জন্য।

ক্যাপের বিভিন্ন ধরন :
১। স্টেইনলেস স্টীল বাচ্চাদের
দুধদাঁত রক্ষার্থেও ডাক্তাররা
অনেক সময় ক্যাপ করে থাকেন। এটি
সাধারনত স্টেইনলেস স্টীল দিয়ে
তৈরি করা হয় কারন এটি অস্থায়ী।

২। মেটালিক ক্যাপ তৈরি করা হয়
গোল্ড এলয়, নিকেল ক্রোমিয়াম
এলয়, প্যালাডিয়াম এলয় দিয়ে।
এটি স্থায়ী।

৩। পোরসেলিন ফিউসড টু মেটাল এর
ভিতরে থাকে মেটাল এলয় আর
উপরে থাকে পোরসেলিন। যা
দেখতে অবিকল সাধারন দাঁতের মত।

৪। সিরামিক ক্যাপ সাধারনত
সামনের দাঁতের জন্য এবং যাদের
মেটাল এলার্জী আছে তাদের
দাঁতের ক্যাপ পরানোর জন্য
ব্যাবহার করা হয়।

৫। জিরকোনিয়া ক্যাপ এটি নতুন
ধরনের প্রযুক্তির সাহায্যে তৈরি
করা হয়ে থাকে।

৬। টেমপোরারী ক্যাপ যা
সাধারনত অল্প সময়ের জন্য তৈরি
করা হয়।

সতর্কতা ও পরিচর্যা
দাঁতে ক্যাপ লাগানোর পর ওই দাঁতের বিশেষ যত্ন নিন। দাঁত ব্রাশের সময় মাড়ি ম্যাসাজ করুন। এতে মাড়ি ভালো থাকবে, দাঁতের গোড়া ভালো থাকবে। দুই দাঁতের মাঝখানে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। এতে দাঁতের মাঝখানে খাবার কম জমবে, ডেন্টাল ক্যারিস, দাঁত বা মাড়ির প্রদাহজনিত রোগ কম হবে।
প্রতিদিন একবার লবণ গরম পানি দিয়ে কুলি করুন। এতে খাবারের অবশিষ্ট কণা বের হয়ে যাবে, দাঁত ও মাড়ির রোগ অনেক কম হবে। ক্যাপ যদি কোনো কারণে খুলে যায়, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ক্যাপটি যত্ন করে রাখুন। কারণ, পুনরায় সেটি ব্যবহার সম্ভব। সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

মুখ ও দাঁতের সুরক্ষায় যেকোনো পরামর্শ পেতে যোগাযোগ করুন..

Chamber
Farazy Dental
House#10, BlockH, Road#8, Banasree Rampura, Dhaka 1219
Contact 01934999555

Follow us on Facebook:   / shatabdibhowmik.service  


কখন ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত
   • কখন ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত | Whe...  

মুখে ঘাঁ হলে করণীয় কী?
   • মুখে ঘাঁ হলে করণীয় কী? | Mouth ulcers...  


মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার
   • মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকা...  

দাঁতের শিরশির থেকে মুক্তির উপায় কী
   • দাঁতের শিরশির দূর করার উপায় || Dr Sh...  

মুখের দুর্গন্ধ হওয়ার কারণ কি
   • মুখের দুর্গন্ধ দূর করার উপায় || Dr. ...  


ফাঁকা দাঁতের চিকিৎসা দাঁতের ক্যাপ Teeth cap
   • ফাঁকা দাঁতের চিকিৎসা ||  Gap Between ...  


কৃত্রিম দাঁত কখন লাগাবেন
   • আলগা দাঁত কখন লাগাবেন | | Artificial ...  


দাঁতের পোকা দূর করার উপায়
   • Video  

বাচ্চার দাঁত ওঠার বয়স
   • বাচ্চার দাঁত ওঠার বয়স ||  Dr. Shatab...  
দাঁতের ব্যথা কমানোর উপায়
   • দাঁতের ব্যথা কমানোর উপায় | How to re...  

posted by wrongplanetsx