Learn how to get Free YouTube subscribers, views and likes
Get Free YouTube Subscribers, Views and Likes

সর্বজনীন পেনশন বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি স্ক্যাম? Universal Pension Scheme in Bangladesh

Follow
Enayet Chowdhury

এই যে টিশার্টের জন্য এই দিকে তাকান!!! এই লিঙ্কে গেলে সব পাবেন।
Mad Koffee Facebook Page:   / pfbid02u9djbe5ayzsfsdqtjgmjaxiprihcqbbdxsr...  

সহজ ব্যাখ্যা Series | Episode 88
00:00 Intro
01:09 কনফিউশান ১ নিয়ে কথাবার্তা
08:25 সরকার টাকা পয়সা নিয়ে ভেগে গেছে এমন উদাহরণ আছে কিনা
11:00 মূল্যস্ফীতি নিয়ে গ্যাঞ্জাম

#enayetchowdhury #সহজ_ব্যাখ্যা_Series

১৭ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন পেনশন কর্মসূচীর উব্দোধন করেন যার মধ্য দিয়ে বাংলাদেশে সার্বজনীন পেনশন স্কিম শুরু হইলো।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বিবিসি বাংলাকে বলেন উদ্বোধনের পরপরই একসাথে ১১০০/১২০০ লোক আমাদের প্ল্যাটফর্মে আসেন

এর মধ্য দিয়ে সরকারী চাকুরীজিবি ব্যতিত যেকোন ১৮ বছরোর্ধ্ব বাংলাদেশের নাগরিক পেনশন সেবা নিতে পারবে। এর পেছনে লজিক এটা যে, সরকারী চাকুরীজিবিদের জন্য তো সরকারী পেনশন আছেই। প্রাইভেট সেক্টরে কাজ করা মানুষদের জন্য এরকম সরকারী বিশ্বস্ত কোন সার্বজনীন প্রতিষ্ঠান বা সেবা ছিলো না। তার মানে সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।

এটাতে নিবন্ধন করতে হইলে জাতীয় পরিচয়পত্রই যথেষ্ট। তবে প্রবাসীদের জন্য পাসপোর্ট দিয়েও নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধন কার্যকর করতে হইলে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র জোগাড় করে সেটার কপি জমা দিতে হবে। আর নিবন্ধনের প্রসেসটা একদম অনলাইন। Call O'Connell
যেকোন বয়সে ব্যক্তি এই স্কিমে নিবন্ধন করতে পারবেন। তবে, বয়স ৫০ বছরের বেশী হলে তাকে আগে টানা দশ বছর চাঁদা দিতে হবে। তারপর তিনি পেনশন উঠাতে পারবেন। মানে, আমাদের আইনে ৬০ বছর বয়স থেকে পেনশন পাওয়া শুরু হয়। কিন্তু কেউ ধরেন ৫৫ বছর বয়সে নিবন্ধন করলো, তাহলে তাকে ৬৫ বছর বয়স পর্যন্ত চাঁদা দিতে হবে, দেন তিনি পেনশন পাওয়া শুরু করবেন ৬৫ থেকে।

মোট ৬ টা স্কিমের কথা সরকার ঘোষণা করেছে। যার মধ্যে চালু আছে চারটা। প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা।

প্রবাস হলো প্রবাসীদের জন্য, প্রগতি হলো বেসরকারী চাকুরীজিবিদের জন্য। স্বনির্ভর মানে, ব্যবসায়ী, কৃষক, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এদের জন্য হচ্ছে সুরক্ষা। আর সবচেয়ে ইন্টারেস্টিং স্কিম যেটা, সেটা হচ্ছে সমতা। এই স্কিমটা দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের জন্য। অন্য সবগুলার বিভিন্ন রকমের চাদার রেট থাকলেও, এখানে রেট একটাই। ১০০০ টাকা। তবে, এখানে এই ১০০০ এর মধ্যে ৫০০ টাকা ব্যক্তিকে দিতে হবে আর বাকী ৫০০ দিবে সরকার।

কেউ চাইলে তিন মাস পরপর বা বছরে একবার পুরো চাঁদা দিয়ে দিতে পারবে। নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা দিতে ব্যর্থ হলে তার পরের এক মাস পর্যন্ত জরিমানা ছাড়া চাঁদা পরিশোধ করা যাবে। এরপর থেকে প্রতি দিনের জন্য ১% বিলম্ব ফি যুক্ত হবে। কেউ টানা ৩ কিস্তি পরিশোধ না করলে তার অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যাবে। তবে কেউ যদি নিজেকে অসচ্ছল ঘোষণা করে তাহলে ১২ মাস পর্যন্ত চাঁদা না দিলেও অ্যাকাউন্টটি স্থগিত হবে না।

অনলাইন ও যে কোন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে চাঁদা পরিশোধ করা যাবে। আপাতত শুধুমাত্র সোনালী ব্যাংকে সর্বজনীন পেনশন স্কিমের হিসাব খোলা হয়েছে। কেউ চাইলে সরাসরি সোনালী ব্যাংকে গিয়েও নিবন্ধন করতে পারবেন ও চাঁদা দিতে পারবেন।

এখন একটা প্রশ্ন থাকে যে, এই পেনশন স্কিমের গ্যারান্টর কে থাকছে আসলে। এটার গ্যারান্টর হচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ যেটা বাংলাদেশ সরকারের একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আর প্রত্যেক পেনশনারকে একটা ইউনিক নাম্বার দেয়া হবে যেটার মধ্য দিয়ে তারা ইউনিভার্সাল পেনশন সিস্টেমের ওয়েবসাইটে ঢুকে তাদের পেনশনের এমাউন্ট চেক করতে পারবেন।

আর যদি পেনশনার ১০ বছর চাঁদা দেবার আগেই মারা যান তাহলে তার জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেয়া হবে।

কারো যদি পেনশনে জমাকৃত অর্থ কোন এক পর্যায়ে উত্তোলনের দরকার হয় তাহলে সেই সুযোগও থাকছে। তার মোট জমার সর্বোচ্চ ৫০ শতাংশ অর্থ তিনি আবেদনের প্রেক্ষিতে ঋণ হিসেবে নিতে পারবেন।
পেনশনের জন্য প্রতিমাসে জমা দেয়া চাঁদা বিনিয়োগ হিসেবে দেখা হবে এবং সেই অর্থ কর রেয়াতের জন্য বিবেচিত হবে। আর মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ হবে আয়কর মুক্ত।


Research Affiliates:
Mubtasim Mahabub Oyon (  / mubtasimmahabub.oyon.9  )

The Thumbnail Magician: Ragib Anjum (   / rgb.anjm   )

Cool Editors:
Roman Mohammad Sazzad (   / romansazzad   )

ভিডিওগুলোকে লিখিত আকারে পেতে ভিজিট করুন আমার ব্লগ পেজঃ https://blog.enayetchowdhury.com/
এনায়েত চৌধুরীর সাবরেডিটঃ   / enayet_chowdhury  
'পদ্মা সেতু' বইটির লিংকঃ https://www.rokomari.com/book/198113/...



Thumbnail Text: সর্বজনীন পেনশন স্কিম আশীর্বাদ নাকি স্ক্যাম?

Facebook Page:   / enayetchowdhury108official  
Facebook Profile:   / enayet.chowdhury1  
Instagram Id:   / enayet_chowdhury_official  
LinkedIn:   / mdenayetchowdhury2825b7130  
TikTok:   / enayetchowdhuryofficial  
My Website: https://enayetchowdhury.com/
Google Scholar ID: https://scholar.google.com/citations?...
Researchgate ID: https://www.researchgate.net/profile/...

posted by iysofchanht