Grow your YouTube channel like a PRO with a free tool
Get Free YouTube Subscribers, Views and Likes

আপনার শক্তি এবং দুর্বলতা কি | what are your strength and weakness| interview tips| wbp interview|

Follow
COSMOS EDUCATION

#wbpinterview
#পুলিশ ইন্টারভিউ


What are your strength and weakness?

আপনার দুর্বলতা এবং শক্তি কি?

আপনার মতে কি ভালো এবং খারাপ গুণ রয়েছে?

চলুন আলোচনা করি যদি আপনাকে ইন্টারভিউতে এই কোশ্চেনটা করা হয় তাহলে কি উত্তর দিতে হবে।

মনে রাখতে হবে এটি এমন একটি কোশ্চেন যেখানে আপনার আগে ক্যান্ডিডেট উত্তর দিয়েছে তা থেকে আপনার উত্তর হতে হবে স্বতন্ত্র ।বইতে যা লেখা রয়েছে তা যদি আমার ভালো খারাপ গুণ হিসেবে তুলে ধরি তা কিন্তু অনেকটা মেকি কী হয়ে উঠবে। আপনার উত্তর হবে স্বতন্ত্র এবং বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত।

এই কোশ্চেনটা যদি আপনাকে করা হয় তাহলে নিজের ভালো দিকগুলো তুলে ধরার খুব ভালো একটা সুযোগ পেলেন।

প্রথমত আপনার শক্তি বা আপনার স্ট্রেঙ্থ বলতে আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এলিজিবিলিটি এক্সপেরিয়েন্স এবং স্কিল উল্লেখ করতে পারেন।

আপনার অভিজ্ঞতা যদি সামান্যতম থেকে থাকে তার জন্য কোন সার্টিফিকেট থাক বা না থাক তা উল্লেখ করার সবথেকে ভালো সুযোগ এটি।

যে পদের জন্য আপনি নির্বাচিত হতে চলেছেন তার জন্য যে বিশেষ দক্ষতা প্রয়োজন রয়েছে তা যে আপনার মধ্যে রয়েছে তা উল্লেখ করুন।

আপনার জেদ মানসিক জোর ও লেগে থাকার মানসিকতার কথাও উল্লেখ করুন।

অপরদিকে আপনার খারাপ গুণ এর কথা যখন আপনি বলবেন পরোক্ষভাবে খারাপ গুন বলতে গিয়ে আপনি আপনার চরিত্রের বিশেষ সেই দিকগুলির কথা বলবেন যা ইন্টারভিউয়ারদের মনে আপনার প্রতি বিশেষ ধারণা তৈরি করবে যা আপনাকে নির্বাচন করতে সাহায্য করবে।

যেমন আপনি বলতে পারেন আমি কোয়ালিটি কনশাস অর্থাৎ আমি নিজের কাজে সন্তুষ্ট হতে পারি না বারবার ফুঁপিয়ে যাচাই করে দেখি আমার কাজ কতটা সঠিক।

আপনি বলতে পারেন নি আমি অন্যায় দেখলে সহ্য করতে পারি না এটাও ঠিক যে সব অন্যায়ের প্রতিবাদ আমি হয়তো করতে পারি না কিন্তু অনেক ক্ষেত্রেই প্রতিবাদ করি আমি এবং চেষ্টা করি প্রতিবাদ করার কিন্তু আমার মনের ভিতর এক তীব্র রাগ জেগে ওঠে যখন আমি প্রতিবাদ করতে পারি না।

এছাড়াও আপনি বলতে পারেন I am impatient.
আমার হাতে যদি কোন কাজ থাকে যতক্ষণ আমি শেষ করতে পারি আমি যেন অস্থির হয়ে থাকি ।

posted by gwyrddioos