Secret sauce that brings YouTube followers, views, likes
Get Free YouTube Subscribers, Views and Likes

চার্জশিট ও ফাইনাল রিপোর্ট কী? | What is Charge Sheet u0026 Final Report? | Police Report | CS FRT FRF

Follow
LawTubeBD

ফৌজদারি মামলায় জড়িয়ে পড়লে চার্জশিট আর ফাইনাল রিপোর্ট কথাটি শুনতে হবে একদম নিয়ম করেই। কিন্তু এই সম্পর্কে সাধারণ জ্ঞানটুকুও না থাকলে মনের মধ্যে খচখচ করতে থাকবে কেবল। তখন বাধ্য হয়ে যে যা বুঝায় তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভুক্তভোগীদের।

আবার আইনশিক্ষার্থীদের তো বাধ্যতামূলকভাবেই জানতে হয় চার্জশিট আর ফাইনাল রিপোর্ট সম্পর্কিত আইনি বিধানগুলো। তবে ল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়ে যেভাবে কেবল আইনের ধারা ধরে পড়ানো হয় (অল্প কিছু ব্যতিক্রমব্যতীত), তাতে অনেক সময় শিক্ষার্থীরা উক্ত বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন না। অথচ শিক্ষা জীবন শেষে পেশাগত জীবনে প্রবেশ করার পূর্বে আইনশিক্ষার্থীদের যেসকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তার প্রায়প্রতিটিতেই প্রতিযোগিদের চার্জশিট আর ফাইনাল রিপোর্ট কিংবা পুলিশরিপোর্ট বিষয়ক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তখন প্রতিযোগীশিক্ষার্থীরা যে আধখ্যাঁচড়া প্রকৃতির উত্তর দিয়ে থাকেন তাতে তাদের কাঙ্ক্ষিত ফল লাভ করা হয়ে পড়ে অনেকটাই অনিশ্চিত।

সাধারণ নাগরিক আর আইনশিক্ষার্থীদের এই প্রয়োজনীয়তার বিষয়টি উপলব্ধি করেই আমরা এই এপিসোডে বিস্তারিতভাবে আলোচনা করেছি চার্জশিট আর ফাইনাল রিপোর্ট সম্পর্কিত আইনি বিধানগুলো।

আমরা আশা করি এপিসোডটি দেখার পর সাধারণ নাগরিক এবং আইন শিক্ষার্থীদের উভয়েই চার্জশিট আর ফাইনাল রিপোর্টের বিষয়ে একটা পরিস্কার ধারণা লাভ করবেন।

এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী,
উপস্থাপনা করেছেন সাজ্জাদ হায়দার,
পাঠ করেছেন মিশকাত শুকরানা,
আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/@lawtubebd?su...

আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

#LawTubeBD #ChargeSheet #FinalReport #PoliceReport #CS #FRT #FRF #Investigation #LegalAction #Evidence #CaseClosure #UnderstandingPoliceReports

posted by Garmondjo